সংবাদপত্র প্রতিষ্ঠান এর বিভিন্ন বিভাগ
মো: সাইফুল ইসলাম
সংবাদপত্র প্রতিষ্ঠান এর বিভিন্ন বিভাগ
একটি সংবাদপত্রের বিভিন্ন বিভাগ থাকে। বিশেষিতকরণের উপর ভিত্তি করে মিডিয়া হাউজের এ বিভাজন গুলো করা হয়। নিচে সংবাদপত্র অফিসের বিভিন্ন বিভাগ সম্পর্কে আলোচনা করা হল :
১. সম্পাদকীয় বিভাগ
২. বিজ্ঞাপন বিভাগ
৩. প্রিন্টিং ও প্রকাশনা বিভাগ
৪. সার্কুলেশন বিভাগ
৫.প্রশাসনিক বিভাগ
৬. আইটি বিভাগ
৭. স্টোর বিভাগ
১. সম্পাদকীয় বিভাগ:
সম্পাদকীয় বিভাগকে সংবাদপত্র প্রতিষ্ঠানের মেরুদণ্ড বলা হয়। এ বিভাগ সিদ্ধান্ত নেয়, সংবাদপত্রে কোন বিষয়টি প্রকাশিত হবে এবং কোনটি প্রকাশ করা হবে না। এ বিভাগের দায়িত্ব হল, সংবাদ সংগ্রহ ও সংবাদ বাছাই , সংবাদ সম্পাদনা এবং যে সকল সংবাদ প্রকাশের জন্য নির্বাচিত হয়েছে তা মুদ্রণের জন্য অনুমিত প্রদান করা। এ বিভাগে প্রকাশক,সম্পাদক,সহ-সম্পাদক,রিপোর্টার,কপি ইডিটর,ছবি ও গ্রাফিক্স ইডিটররা কাজ করেন।
২. বিজ্ঞাপন বিভাগ:
৩. মুদ্রণ বিভাগ:
৪. সার্কুলেশন বিভাগ:
এ বিভাগে সংবাদপত্র প্রতিষ্ঠানের সকল সাধারণ পরিচালনার কাজ করা হয়। এ বিভাগে পরিকল্পনা তৈরি, সংগঠিত করা,এবং কর্মী নিয়োগের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করা হয়। একি সাথে কর্মীদের প্রশিক্ষণ প্রদান, পদোন্নতি, রেকর্ড সংরক্ষণ এবং অন্যান্য বিভাগের সাধারণ সুবিধা – অসুবিধার বিষয়গুলো নিয়ে এ বিভাগ কাজ করে। এছাড়া সংবাদপত্রের আইনি বিষয়গুলোও এ বিভাগ নজরদারি করে।
৬. আইটি ও টেকনিক্যাল বিভাগ:
এ বিভাগকে টেকনিক্যাল বিষয়গুলো পর্যবেক্ষণ, রক্ষণাবেক্ষণ, মেরামত ও সংযোজনের দায়িত্ব দেওয়া হয়। টেকনিশিয়ানরা যন্ত্রপাতি ঠিকমতো চলছে কিনা তা দেখেন । অথবা অসাবধানতার কাররণে ক্ষতিগ্রস্ত হলে তা ঠিক করে দেন। এছাড়া সংবাদপত্রের ওয়েবসাইট ও কম্পিউটার গুলো পর্যবেক্ষণের কাজ এ বিভাগে করা হয়।
এ বিভাগকে সংবাদ প্রকাশনার কাঁচামাল নিউজপ্রিন্ট এবং অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সংরক্ষণের দায়িত্ব এ বিভাগে দেওয়া হয়।
সংবাদপত্র প্রতিষ্ঠান
No comments