গ্রাফিক্স তৈরির ধাপ । মার্টিন গেরিং বর্ণিত সফল গ্রাফিক্স তৈরির ১২ ধাপ বিশিষ্ট প্রক্রিয়া
মার্টিন গেরিং বর্ণিত সফল গ্রাফিক্স তৈরির ১২ ধাপ বিশিষ্ট প্রক্রিয়া
1. Listen
2.Question
3.Believe
4.Gather Information
5. Think
6.Write
7.Draw
8.Judge
9.Justify
10.Show
11. Get Approval
12. Finalize
গ্রাফিক্স তৈরির ধাপ
1. Listen
সংবাদ টির সাথে কাজ করা রিপোর্টার এবং ইডিটররের সাথে কথা বলুন। তাদের কথা শুনুন ,নোট নিন। যতটুকু সম্ভব গল্পটি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করুন।
2.Question
গল্পটির সাথে কি রকম আর্ট দেওয়া যায় সে ব্যাপারে রিপোর্টার এবং ইডিটরের সাথে কথা বলুন। কোন ধরন এর গ্রাফিক্স দেওয়া যায়, গল্পে কতটি ছবি প্রয়োজন, ইনফোগ্রাফের টাইটেল কি হবে, এসব ব্যাপারে ডিজাইনার রিপোর্টার এবং ইডিটরের সাথে বিস্তারিত আলোচনা করবেন।
3.Believe
বিশ্বাস করতে চেষ্টা করুন যে এ কাজটি অন্যদের চেয়ে আপনি ভাল করতে পারেন।
4.Gather Information
রিপোর্টার এবং ইডিটর আপনাকে প্রয়োজনীয় তথ্য এবং প্রিন্ট করার উপাদান গুলো সরবরাহ করবেন। ম্যাপ, ডায়াগ্রাম, পরিসংখ্যান যদি সংবাদে প্রয়োজন হয় তবে তা রিপোর্টার ও ইডিটর থেকে সংগ্রহ করে নিবেন ।
5. Think
প্রয়োজনীয় তথ্য পেয়ে গেলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন পদ্ধতিতে পাঠকদের নিকট তথ্য টি উপস্থাপন করবেন। ডায়াগ্রাম, পাই চার্ট, টেবিল, ম্যাপ, ইলাস্ট্রেশন, নাকি ছবি কোনটি ভাল হবে।
Know More…সংবাদপত্র ডিজাইনের জন্য ছবি নির্বাচনে বিবেচ্য বিষয়
6.Write
আগে পাওয়া টাইটেল এবং সংগ্রহীত আইডিয়া ব্যবহার করে দুইটি তালিকা তৈরি করুন ।
ক. কনসেপ্ট লিস্ট
খ. ইমোশনাল লিস্ট
7.Draw
আপনার তৈরি করা আইডিয়া থেকে অনেক গুলা থাম্বনেইল আকুন।
8.Judge
আপনার আকা স্কেচ গুলো দেখুন এবং মূল্যায়ন করুন কোনটি আপনার গল্পের সাথে ভাল যায় । এবং এখান থেকে একটি নির্বাচন করুন।
9.Justify
আপনার নির্বাচন করা ছবিটি কেন ব্যবহার করা হবে তার সকল কারণ সম্পর্কে ভাবুন । এরপর তা সকল কলিগ ও বসকে দেখানোর জন্য প্রস্তুত হন ।
10.Show
আপনার আকা থাম্বনেইল গুলা আর্ট বিভাগের কলিগদের দেখান এবং তাদের মতামত নিন । তারপর তিনটি স্কেচ সিলেক্ট করুন। সম্পাদককে দেখানোর জন্য । তিনটির বেশি ছবি কনফিউশন সৃষ্টি করে।
11. Get Approval
মতামতের ভিত্তিতে ছবিগুলো উন্নত করুন । এবং বসের কাছ থেকে অনুমতি লাভ করুন।
12. Finalize
সবশেষ ক্যামেরা রেডি আর্ট তৈরি করুন ।
Reference:
Creative EDITING
No comments