ভারতের যোগাযোগ নীতি | Communication policy of India

ভারতের যোগাযোগ নীতি Communication policy of India


ভারতেে যোগাযোগ নীতির বৈপ্লবিক পরিবর্তন ঘটে শিল্পায়নের পর থেকে। আর যোগাযোগের প্রধান বিষয় ছিল অর্থনৈতিক ও স্বাস্থ্যের উন্নতিি। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা লাভের পর National Planning Committee (NPC) গঠিত হয়। NPC এর কাজের খাতসমূহ ছিল – অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন যোগাযোগ।


স্বাধীন ভারতে MIB – Ministry of Information and Broadcasting তথ্য ও যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন পলিসি গঠন এবং বাস্তবায়ন করে। 
ভারতের যোগাযোগ নীতির পর্যায় 


ভারতের যোগাযোগ নীতির তিনটি পর্যায় রয়েছে – 


১. নেহেরু যুগ
২. নেহেরু পরবর্তী যুগ
৩. নব্য অর্থনৈতিক স্বাধীন নীতি

ভারতের যোগাযোগ নীতি
ভারতের যোগাযোগ নীতি

১. নেহেরু যুগ 
নেহেরু যুগের অন্যতম দিক দিক হচ্ছে রেডিও স্টেশন স্থাপ। তিনি মনে করেন – এই গরীব দেশে সবাই টিভি ব্যবহার করতে পারবে না। তাই তিনি রেডিও চালু করেন।

২.নেহেরু পরবর্তী যুগ 
নেহেরু পরবর্তী যুগেে Tv গুরুত্ব পায়। ইন্দিরা গান্ধী মনে করেন – tv জাতীয় উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারে। তাই তিনি ১৯৭৫ সালে স্যাটেলাইট tv চালু র উদ্যোগ নেন। 


৩. নব্য অর্থনৈতিক স্বাধীন নীতি 
১৯৯০ সালের দিকে ভারতে নব্য অর্থনৈতিক স্বাধীন নীতি সমূহ চালু হয়। পরবর্তীতে All India Radio স্থাপন করা হয় যাতে গ্রামীণ উন্নয়ন এর কথা বলা হয়। পর্যায়ক্রমে দুরদর্শন ভারতের সরকারি গণমাধ্যম হিসাবে পরিবার পরিকল্পনা অনুষ্ঠান প্রচার করে। 

Learn More……. সম্প্রচার নীতিমালা ২০১৪ Broadcast policy 2014

পরিকল্পনার যৌক্তিক কাঠামো বিশ্লেষণ কী? পরিকল্পনার সাথে এর সম্পর্ক কী? প্রদত্ত বিষয়ের যৌক্তিক কাঠামো প্রস্তুত কর


ভারতীয় যোগাযোগ নীতির প্রভাবক সমূহ 


১. শিল্পায়ন (Industrialization)
২. নগরায়ন (Civilization)
৩. আধুনিকায়ন


ভারতীয় যোগাযোগ নীতির উল্লেখযোগ্য দিক


১. প্রান্তীক পর্যায় যোগাযোগ মাধ্যমের অধিগম্যতা নিশ্চিত করা। 
২. ফলপ্রসূ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা
৩. যথাযথ ভাবে গণমাধ্যমকে কাজে লাগানো
৪. আন্ঞলিক জোট সমূহের উন্নতি সাধন
৫. উন্নয়ন যোগাযোগকে উৎসাহিত করা 


ভারতীয় যোগাযোগ নীতির সমন্বয় সাধন


১. গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো
২. এনজিও এবং সরকারি সংগঠনেেে র অংশ গ্রহণ বাড়ানো
৩. স্বাস্থ্য খাত ব্যক্তিগত ও যৌথ উদ্যোগ বাড়ানো
৪. গণমাধ্যম বা tv সমূহের শক্তিশালী ব্যবহার
৫. সুশীল সমাজকে যুক্ত করা

No comments

Powered by Blogger.