চতুর্থ বর্ষ সম্মান পরীক্ষা ২০১৮ । যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ চবি

চতুর্থ বর্ষ সম্মান পরীক্ষা ২০১৮ । যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চতুর্থ বর্ষ বিএসএস( সম্মান ) পরীক্ষা ২০১৮

বিষয় – যোগাযোগ ও সাংবাদিকতা

কোর্স নং : ৪০১

কোর্স শিরোনাম : ডেপথ রিপোর্টিং

পূর্ণমান : ১০০ সময় : ৪ ঘন্টা

ক বিভাগ থেকে ৬ নং প্রশ্ন সহ যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও । খ বিভাগের দুটি প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক

ক বিভাগ (১৫X৪=৬০)

১. ব্যাখ্যামূলক প্রতিবেদন কী ? ব্যাখ্যামূলক প্রতিবেদনের ব্যাখ্যা বলতে কী বোঝায় ? ব্যাখ্যামূলক প্রতিবেদন করার সময় রিপোর্টার কোন কৌশলগুলো অবলম্বন করবেন ।

২. অনুসন্ধানী প্রতিবেদন কী ? গতানুগতিক ও অনুসন্ধানী প্রতিবেদনের মধ্যকার পার্থক্যসমূহ উদাহরণসহ আলোচনা কর ।

৩. গণমাধ্যমের জন্য জাতীয় সংসদের অধিবেশন নিয়মিত কাভঅর করা জরুরি কেন ? একজন প্রতিবেদক হিসাবে তুমি জাতীয় সংসদের অধিবেশন কিভাবে কাভার করবে ?

৪. মানবাধিকার কী? প্রতিবেদন হতে পারে আমাদের সমাজের এমন মানবাধিকার ইস্যুগুলো আলোচনা কর । এসব ইস্যুর উপর প্রতিবেদন লেখার সময় একজন সাংবাদিকের কোন বিষয়গুলো মনে রাখা উচিত ।

৫. বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন ইস্যুতে ব্যাখ্যামূলক প্রতিবেদন হতে পারে এমন চারটি ধারণা চিহ্নিত কর এবং এগুলো নির্বাচনের তাৎপর্য সংক্ষেপে তুলে ধর ।

. নিচের যে কোনো পাঁচটি বিষয়ে সংক্ষেপে লিখ

ক. জাতীয় সংসদে বিল পাসের প্রক্রিয়া

খ. নাগরিক সাংবাদিকতা

গ. পরিবেশ বিষয়ক রিপোর্টিং এর ইস্যু ও কৌশল

ঘ. সংসদীয় স্থায়ী কমিটি

ঙ. স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভোট প্রদান

চ. প্রেস গ্যালারি

ছ. ওয়াটার গেট কেলেঙ্কারি

খ বিভাগ (২০X২=৪০)

৭. নিচের যে কোন একটি বিষয়ে ৭০০ শব্দের মধ্যে ব্যাখ্যামূলক প্রতিবেদন লেখ

ক. বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি

খ . বাংলাদেশ-ভারত সম্পর্ক : সাম্প্রতিক পরিস্থিতি

গ. রোহিঙ্গা সংকট : আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা

৮. নিচের টোকা অবলম্বনে একটি সংসদ বিষয়ক প্রতিবেদন লেখ ।







চতুর্থ বর্ষ সম্মান পরীক্ষা

চতুর্থ বর্ষ সম্মান পরীক্ষা 2018

কোর্স নং সিএজে ৪০২

কোর্স শিরোনাম : সংবাদপত্র সম্পাদনা ও পৃষ্ঠাসজ্জা

পূর্ণমান : ৭৫ সময় : চার ঘন্টা

১ হতে ৪ নং প্রশ্নের মধ্যে যে কোনো দুটির উত্তর দাও । ৫,৬ ও ৭ নং প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে । ডানপাশের সংখ্যা প্রশ্নের মান জ্ঞাপক ।

১. কেউ কেউ বলে সংবাদ সম্পাদনা একটি শিল্প, অন্যরা বলে যান্ত্রিক কাজ । সংবাদ সম্পাদনার কৌশল উদাহরণসহ আলোচনা করে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো ।

২. তুমি কি মনে করো ক্রমপ্রসারমান ইলেক্ট্রনিক ও অনলাইন সংবাদ মাধ্যমের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হলে মুদ্রণ মাধ্যমের সংবাদ লিখন কাঠামোয় কার‌্যকর পরিবর্তন প্রয়োজন? সাংবাদ লিখনের সনাতন ও বিকল্প কাঠামোগুলোর তুলনামূলক বিশ্লেষণ করে যুক্তিযুক্ত উত্তর দাও ।

৩. অনুবাদ যথাযথ, বোধগম্য ও সুপাঠ্য করার জন্য কেবল দুটি ভাষায় সাবলীল হলে চলে না , প্রতিবেদনের বিষয়বস্তু সম্পর্কে ধারণা রাখাও জরুরি ।তুমি কিভাবে এই বক্তব্য ব্যাখ্যা ব্যাখ্যা করবে- আলোচনা কর ।

৪. নিচের যে কোন তিনটি বিষয়ে সংক্ষেপে লিখ

ক. সংবাদ ট্রিটমেন্ট

খ. নকশার মূল সূত্র

গ. সংবাদ পুনর্লিখন

ঘ. সুপার লিড

ঙ. চিত্র সম্পাদনা

৫. নিচের সংবাদ প্রতিবেদন মানবিক আবেদন সন্নিবেশিত করে পুনরায় লিখ –

৬. নিচের মানবিক আবেদনসমৃদ্ধ সংবাদ প্রতিবেদন বাংলায় ভাষান্তর কর :

সংযুক্ত X চিন্হিত সংবাদ কপিটি সম্পাদনা কর এবং উত্তরপত্রের সাথে গেঁথে দাও । সম্পাদিত কপির সর্বোচ্চ শব্দ সংখ্যা ৩৫০

চতুর্থ বর্ষ সম্মান পরীক্ষা 2018

কোর্স নং : সিএজে ৪০৩

পত্র শিরোনাম : সংবাদ সম্পাদনা ও পৃষ্ঠাসজ্জা

পূর্ণমান 25 সময় 2 ঘন্টা

১ . প্রদত্ত সংবাদের কপিগুলো থেকে একটি জাতীয় দৈনিকের প্রথম পাতার জন্য শিডিউল তৈরি কর এবং তা উত্তরপত্রে লেখ

২. তৈরিকৃত সিডিউল অনুযায়ী দৈনিকটির পর প্রথম পাতা জন্য কম্পিউটারে একটি পৃষ্ঠাসজ্জা তৈরি কর।

( প্রদত্ত সংবাদ বিবরণী গুলোকে আজকের বলে গণ্য কর । পৃষ্ঠাসজ্জা করার পর ফাইলটি সেভ কর । তোমার পরীক্ষার রোল নাম্বারটি কে ফাইল নাম হিসেবে ব্যবহার কর ।)

পৃষ্ঠাসজ্জার জন্য নির্দেশনাবলী :

বিজ্ঞাপন দুটি : আকৃতি ক. ৮ ইঞ্চিX ৪ কলাম ; খ. ৬ ইঞ্চি X২ কলাম

ছবি দুইটি : আকৃতি ক. ৫.৫ ইঞ্চিX ৪ কলম ; খ. ৬ ইঞ্চি X২ কলাম

Know More…….BSS Exam Questions 2019 |3rd Year (Honors) Dept of communication and Journalism | University of Chittagong

কোর্স নং : ৪০৪

কোর্স শিরোনাম : যোগাযোগ ও গণমাধ্যম গবেষণা

পূর্ণমান ১০০ সময় ৪ ঘন্টা

ক বিভাগ থেকে যে কোন তিনটি প্রশ্নের উত্তর দাও । খ বিভাগ থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দাও ।

ক বিভাগ (২০X৩০=৬০)

১ . যোগাযোগ গবেষণার তত্ত্বগঠন এবং তাত্ত্বিক কাঠামো নির্ধারণের ধাপ ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তা বর্ণনা দাও ।

২ . নমুনা ও নমুনায়নের মধ্যে পার্থক্য কী ? নমুনা আকার নির্ণয়ের প্রক্রিয়া আলোচনা কর ।

৩. তুমি কি মনে কর গুণগত গবেষণার তথ্য সংগ্রহ প্রক্রিয়ায় ফোকাস গ্রুপ আলোচনা অন্যান্য পদ্ধতির চেয়ে ভিন্ন ? ফোকাস গ্রুপ আলোচনা আয়োজনে প্রয়োজনীয় পদক্ষেপ সমূহের বর্ণনা দাও ।

৪. গণমাধ্যম ও যোগাযোগ গবেষণায় জরিপ পদ্ধতির প্রশ্নপত্র তৈরির কাঠামো কী ধরনের ছক অনুসরণ করে? জরিপ পদ্ধতির প্রশ্নপত্র তৈরীর সময় বিবেচ্য বিষয়গুলো কী- বর্ণনা দাও ।

৫. গবেষণায় নৈতিকতার চর্চা গুরুত্বপূর্ণ কেন? নৈতিকতার প্রচলিত তত্ত্বসমূহ কী? নৈতিকতার কোন সূত্র গুলো গবেষকরা সচরাচর অনুসরণ করে থাকেন ।

খ বিভাগ (৮X৫=৪০)

৬. গুণবাচক ও পরিমাণবাচক গবেষণা পদ্ধতিদ্বয়ের পার্থক্যসমূহ

৭. লিকার্ট স্কেল

৮. পূর্বানুমান ও গবেষণা প্রশ্ন

৯. নমুনায়ন বিভ্রান্তি

১০. গবেষণার তথ্য- উপাত্ত বিশ্লেষণ

১১. উত্তম গবেষণার প্রস্তাব প্রণয়নে বিবেচ্য বিষয়

১২. কাই-বর্গ মান নির্ধারণ ও স্বাধীনতার মাত্রা

১৩. আধেয় বিশ্লেষণ

কোর্স নং : সিএজে ৪০৫

কোর্স শিরোনামঃ গণমাধ্যম ও সমাজ

ক বিভাগ থেকে যেকোন তিনটি প্রশ্নের উত্তর দাও । খ বিভাগ থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দাও ।

ক বিভাগ (২০X৩=৬০)

১ . সংবাদ মাধ্যমের মূল লক্ষ্য মুনাফা অর্জন; তাই সংবাদ পণ্য- চরিত্র পেতে বাধ্য -আলোচনা কর ।

২. বিশ্বায়নের যুগে মুক্তবাজার সম্প্রসারণের সাথে চলছে গণসাধ্যমের সম্প্রসারণ- রাষ্ট্র, পুঁজি ও গণমাধ্যমের মধ্যকার সম্পর্ক দিয়ে বিষয়টির ব্যাখ্যা কর ।

৩. কিছু ক্ষেত্রে গণমাধ্যমের শক্তিশালী প্রভাব রয়েছে আবার কিছু ক্ষেত্রে প্রভাব দুর্বল- গণমাধ্যম নির্ভরতা তত্ত্বের ভিত্তিতে বক্তব্যটি আলোচনা কর ।

৪. বাজারিকরণ ও বাণিজ্যিকীকরণের মধ্য দিয়ে সাহিত্য স্বায়ত্বশাসন অর্জন করেছে চীনা গণমাধ্যম আলোচনা কর ।

৫. মিডিয়া কিভাবে সামাজিক বাস্তবতার নির্মাতা হয়ে ওঠে? বাংলাদেশী টেলিভিশন চ্যানেলগুলো সংবাদ ও টক শো’র মাধ্যমে যেভাবে বাস্তবতা নির্মাণ করছে তা বিশ্লেষণ কর ।

খ বিভাগ (৮X৫=৪০)

৬ . আধিপত্যবাদ

৭ . গণমাধ্যমের শ্রেণি পক্ষবাদ

৮. রাজনৈতিক বিনোদন ও হিরো আলম

৯. গণমাধ্যমের ভূমিকার মার্কসীয় দৃষ্টিভঙ্গি

১০. গণমাধ্যমে গুজব

১১. ভয়ের সংস্কৃতি ও গণমাধ্যম

১২. সাম্প্রদায়িকতা ও গণমাধ্যম

১৩. প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি রেডিওর ভূমিকা

কোর্স নং : ৪০৬

কোর্স শিরোনাম : উন্নয়ন যোগাযোগ

পূর্ণমান ১০০ সময়: ৪ ঘন্টা

ক বিভাগ থেকে যে কোন তিনটি প্রশ্নের উত্তর দাও । খ বিভাগ থেকে যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও ।

ক বিভাগ (২০X৩=৬০)

১ . উন্নয়ন যোগাযোগ থেকে উন্নয়নের জন্য যোগাযোগ-উন্নয়ন যোগাযোগের এই ধারাবাহিক যাত্রাপথ কে বিশ্লেষণ কর ।

২. আধুনিকতাবাদ কী ? উন্নয়ন ও আধুনিকতাবাদ কি সমার্থক ? আলোচনা কর ।

৩. উন্নয়ন তত্ত্বেই নিহিত আছে অনুন্নয়নের প্রেক্ষাপট রাউল প্রোবিস এর নির্ভরশীলতা তত্ত্ব অনুসারে বক্তব্যটি বিশ্লেষণ কর ।

৪. উদ্ভাবন প্রসারণ কী ? ই.এম রজার্স- এর উদ্ভাবন প্রসরণ তত্ত্বের আলোকে উদ্ভাবন- সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটি উদাহরণসহ বিস্তারিত আলোচনা কর ।

৫. বাংলাদেশে উন্নয়ন যোগাযোগের সমস্যা ও সম্ভাবনা কী কী – তোমার নিজের ভাষায় বর্ণনা কর ।

খ বিভাগ (৮X৫=৪০)

৬. উন্নয়ন যোগাযোগের পুরাতন ও নতুন প্যারাডাইম

৭. সামাজিক প্রতিবেশগত মডেল

৮. ট্যালকট পারসন্স

৯. উন্নয়ন যোগাযোগের হাতিয়ার সমূহ

১০. উন্নয়ন সাংবাদিকতার ভূমিকা

১১. রস্টোর অর্থনৈতিক উন্নয়নের পাঁচটি স্তর তত্ত্ব

১২. সামাজিক উন্নয়নে ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর ভূমিকা

১৩. বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ার প্রধান প্রতিবন্ধকতা সমূহ

কোর্স নং : সিএজে ৪০৭

কোর্স শিরোনাম : বৈশ্বিক গণমাধ্যম ও আন্তর্জাতিক যোগাযোগ

পূর্ণমান ১০০ সময় ৪ ঘন্টা

ক বিভাগ থেকে যে কোন তিনটি প্রশ্নের উত্তর দাও । খ বিভাগ থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দাও ।

১. একটি দেশের রাজনৈতিক ব্যবস্থা দ্বারাই সে দেশের গণমাধ্যম চরিত্র নির্ধারিত হয় ; তুমি কি এই বক্তব্যের সাথে একমত- গণমাধ্যম মালিকানার বিভিন্ন ধরন আলোচনার মাধ্যমে এই বক্তব্য সমর্থন বা খন্ডন কর

২. গণমাধ্যম বিশ্বায়ন কী? বিশ্বায়ন পরবর্তী সময়ে বৈশ্বিক গণমাধ্যম ব্যবস্থায় যেসব পরিবর্তন এসেছে তা উদাহরণসহ আলোচনা কর ।

৩. গণমাধ্যম সাম্রাজ্যবাদের সংজ্ঞা দাও । উন্নয়নশীল দেশে গণমাধ্যম সাম্রাজ্যবাদ বজায় রাখতে উন্নত দেশগুলোর অনুসৃত কৌশলসমূহ আলোচনা কর ।

৪. ফ্রাঙ্কফুর্ট স্কুল সম্পর্কে তুমি কী জান ? গণমাধ্যম অধ্যয়নে স্কুলের যে কোন দুজন তাত্ত্বিকের অবদান বিস্তারিত আলোচনা কর ।

৫. বাংলাদেশে সমাজ ও সংস্কৃতিতে ভরতীয় টিভি চ্যানেলের প্রভাব আলোচনা কর ।

খ বিভাগ (৮X৫=৪০)

৬. ইলেকট্রনিক উপনিবেশবাদ তত্ত্ব

৭. ইরাক যুদ্ধে প্রচারণা

৮. ম্যানুয়েল ক্যাস্টেল এর নেটওয়ার্ক সোসাইটি

৯. ফ্রি-ডম হাউস রিপোর্ট – ২০১৮ এ বাংলাদেশ

১০. নব্য উপনিবেশবাদের নয়া হাতিয়ার হিসেবে তথ্য

১১. গণমাধ্যম ,জনমত ও বৈদেশিক নীতির মধ্যে আন্তঃসম্পর্ক

১২. গণমাধ্যম, রাজনীতি ও ব্যবসার আন্তঃসম্পর্ক

১৩. আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা

কোর্স নং : সিএজে ৪০৮

কোর্স শিরোনাম : গণমাধ্যম অর্থনীতি ও ব্যবস্থাপনা

পূর্ণমান ১০০ সময় ৪ ঘন্টা

ক বিভাগ থেকে যে কোন তিনটি প্রশ্নের উত্তর দাও ।খ বিভাগ থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দাও

১ . একটি গণমাধ্যম প্রতিষ্ঠানকে যেসব বৈশিষ্ট্য অন্যান্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে আলাদা করে সেগুলো বর্ণনা করো । নতুন প্রযুক্তি গ্রহণের ফলে পণ্য – প্রক্রিয়াজাতকরণ ও বিতরণে যে পরিবর্তন এসেছে তা আলোচনা কর ।

২. তোমার গণমধ্যম প্রতিষ্ঠানের জন্য কোন্ ধরনের মিশন পছন্দ করবে? গৃহীত মিশনের আলোকে তোমার কোম্পানির লক্ষ্য গুলো নির্ধারণ কর । অধিকাংশ লক্ষ্য অর্জনের জন্য কী ভাবে ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণ করবে- আলোচনা কর ।

৩. গণমাধ্যম কর্মীদের তত্ত্বাবধায়ন-চক্র বর্ণনা কর ।কর্মীদের সঙ্গে যোগাযোগের কৌশলগুলো আলোচনা কর ।

৪. ধ্রুপদী ব্যবস্থাপনা তত্ত্ব ও আচরণগত ব্যবস্থাপনা তত্ত্বের আলোকে গণমাধ্যম ব্যবস্থাপকের প্রাথমিক কার্যাবলী ও ব্যবস্থাপনা নীতি সমূহ আলোচনা কর ।

৫. সাম্প্রতিক সময়ে বাংলাদেশে গনমাধ্যমের স্বাধীনতা নির্ভর করছে রাজনৈতিক কারণের চেয়ে অর্থনৈতিক যৌক্তিকতার ওপর । বক্তব্যটি ব্যাখ্যা কর

খ বিভাগ (৮X৫=৪০)

৬. গণমাধ্যমের উপযুক্ত সাংগঠনিক কাঠামো

৭. একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের ব্রেক ইভেন এনালাইসিস

৮. পরিস্থিতিগত নেতৃত্ব মডেল

৯. গণমাধ্যম ব্যবস্থাপকের গুণাবলী

১০. সংবাদপত্রের বিভিন্ন বিভাগ

১১. বিতরণ ব্যবস্থাপকের কাজ

১২. অংশীদারি মালিকানা

১৩. সংবাদপত্র প্রতিষ্ঠান মূল্যায়ণে বিবেচ্য বিষয় সমূহ

No comments

Powered by Blogger.