এমএসএস পরীক্ষা র প্রশ্ন ২০১৬ । যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় cu.ac.bd
এমএসএস পরীক্ষা ২০১৬
বিষয় : যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
পত্র নাম্বার : সিএজে – ৫০১
পত্র শিরোনাম : গণমাধ্যম ও যোগাযোগ পর্যবেক্ষণ তত্ত্বাবলী
পূর্ণমান : ৭৫
সময় : ৪ ঘন্টা
ক বিভাগ হতে যে কোন তিনটি এবং খ বিভাগ হতে যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও ।
ক বিভাগ (১৫X৩=৪৫)
১. পদ্ধতি কি ?পদ্ধতির বিভিন্ন উপাদান আলোচনা কর ।ফিশার কিভাবে যোগাযোগকে পদ্ধতি হিসেবে বর্ণনা করেছেন ?
২. আন্ত:সাংস্কৃতিক যোগাযোগ কি ?উইলিয়াম গুডিকস্টের উদ্বেগ ও অনিশ্চয়তা হ্রাস তত্ত্ব আলোচনা কর ।
৩.যার্গেন হাবেরমাসের সমাজ চিন্তায় হারমিনিউটিক দর্শনের প্রভাব আলোচনা কর ।
৪. ফ্রাঙ্কফুর্ট স্কুলের তাত্ত্বিক অবস্থান থেকে কালচার ইন্ডাস্ট্রি আলোচনা কর ।
৫. চিন্তাবিদ্যা কি ?চিন্তাবিদ্যা সম্পর্কে ফার্নিনান্দ দ্য সাসুর এবং চার্লস এস পিয়ার্সের তত্ত্বের তুলনামূলক বিশ্লেষণ কর ।
খ বিভাগ (৬X৫=৩০)
সংক্ষেপে লিখ
৬. আবেগের সামাজিক নির্মাণ
৭. ডিসকোর্স এ্যানালাইসিস
৮. বারবারা বেল্লিজ লালের প্রতীকী মিথস্ক্রিয়াবাদ
৯. সমাজিক শিক্ষণ তত্ত্ব
১০. মারশ্াল ম্যাকলুহান
১১.তথ্য একীভূতকরণ তত্ত্ব
১২. গণমাধ্যম ও জনপ্রিয় সংস্কৃতি
বিষয় : যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
পত্র নাম্বার : সিএজে – ৫০২
পত্র শিরোনাম : যোগাযোগ নীতি ও পরিকল্পনা
পূর্ণমান : ৭৫
সময় : ৪ ঘন্টা
ক বিভাগ হতে যে কোন তিনটি এবং খ বিভাগ হতে যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও ।
১. যোগাযোগের নীতি বলতে কি বুঝ ? একটি জাতীয় নীতিমালা প্রণয়নের নিয়াামকসমূহ আলোচনা কর ।
২. কীভাবে যোগাযোগ পরিকল্পনা বাস্তবায়ন করা হয় ?যোগাযোগ পরিকল্পনার প্রকারভেদ ও স্তর সমূহ বর্ণনা কর ।
৩. বাংলাদেশের গণমাধ্যমসমূহের সংবাদ ও অনুষ্ঠান প্রচারে জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ এর প্রভাব ও গুরুত্ব পরযা্লোচনা কর ।
৪. পরিকল্পনা প্রক্রিয়া কেন এতো গুরুত্বপূর্ণ ?বাংলাদেশে পরিকল্পনা প্রক্রিয়ার বিভিন্ন ধাপসমূহ আলোচনা কর ।
৫. বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালার প্রধান দিকগুলো আলোচনা কর ।
৬. মার্কিন যুক্তরাষ্টের যোগাযোগ নীতির বিকাশ
৭. বিটিভির অনুষ্ঠান নীতিমালা
৮. অবাধ তথ্য প্রবাহে যোগাযোগ নীতির গুরুত্ব
৯. বাংলাদেশের কমিউনিটি রেডিও নীতিমলা ।
১০. ডিজিটাল বাংলাদেশ নির্মাণে কার্যকর যোগাযোগ পরিকল্পনা
১১. বাংলাদেশের সরকারি বিজ্ঞাপন নীতিমালা
১১. বাংলাদেশের সরকারি বিজ্ঞাপন নীতিভমালা
১২ অভিন্ন সার্ক গণমাধ্যমনীতিমালা প্রণয়নের সম্ভাব্যতা
১৩. বাংলাদেশে যোগাযোগ নীতির বিকাশ
বিষয় : যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
পত্র নাম্বার : সিএজে – ৫০৩
পত্র শিরোনাম : উচ্চতর রিপোর্টিং
পূর্ণমান : ৭৫
সময় : ৪ ঘন্টা
ক বিভাগ হতে যে কোন তিনটি এবং খ বিভাগ হতে সকল প্রশ্নের উত্তর দাও ।
ক বিভাগ (১০x৩=৩০)
১. অপরাধ দমনে অপরাধ বিষয়ক প্রতিবেদনের গুরুত্ব কী? অপরাধ রিপোর্টিংয়ের কৌশলগুলো তুলে ধর।
২. বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদনের সমভাব্য ক্ষেত্রগুলো যুক্তিসহ আলোচনা কর ।
৩. বাংলাদেশের উন্নয়নে কৃষি সাংবাদিকতার ভূমিকা আলোচনা কর ।
৪. ইলেকশন রিপোর্টিংয়ের বিভিন্ন পরযা্য় ও কৌশলগুলো কি ? গণতন্ত্রে ইলেকশন রিপোরটিয়ের আলোচনা কর ।
৫. উন্নয়ন সাংবাদিকতার উদ্ভব ও বিকাশ আলোচনা কর ।
খ বিভাগ (১৫x৩=৪৫)
খ. বাংলাদেশে নারী নির্যাতন
৭. নিচের টোকা অনুসারে বাংলায় একটি প্রতিবেদন তৈরি কর ।
……..
৮ . নিচের টোকা অনুসারে বাংলায় একটি ব্যাখ্যমূলক প্রতিবেদন তৈরি কর ।
পত্র নাম্বার : সিএজে – ৫০৪
পত্র শিরোনাম : উচ্চতর সম্পাদনা
পূর্ণমান : ৫০
সময় : ৩ ঘন্টা
ক বিভাগ হতে যে কোন দুইটি এবং খ বিভাগ হতে সকল প্রশ্নের উত্তর দাও ।
ক বিভাগ (২x১০=২০)
১.সম্পাদনা প্রক্রিয়ার সকল পর্যায়ে সগ সম্পাদকের প্রয়াস থাকে সংবাদকে পাঠযোগ্য ও বোধগম্য করে তোলা এই বক্তব্যের আলোকে সংবাদ কপি অর্থপূর্ণ করার কলাকৌশল আলোচনা কর ।
২.নৈতিকতার মানদন্ড সম্পর্কিত দার্শনিক মূলসূত্রসমূহ বিশ্লেষণ কর ।সাংবাদিকতার নৈতিকতাজনিত সিদ্ধান্ত গ্রহণের জন্য যুক্তি বিন্যাসে সহায়ক পটার বক্স মডেল আলোচনা কর ।
৩. পৃষ্ঠাসজ্জার ভারসাম্য বলতে শুধুমাত্র কাঠামোগত, বরং এক ধরণের সার্বিকতাকে নির্দেশ করে – আলোচনা কর ।
৪. নিচের যে কোন তিনটি বিষয়ে সংক্ষেপে লিখ:
ক . সাধারণ নির্বাচন
খ. শিডিউল
গ.মেকাপম্যান
ঘ. মাল্টিমিডিয়া সংবাদ উপস্থাপন
ঙ. স্টোরিটেলিং
খ বিভাগ (১০x৩=৩০)
৫. নিচের সংবাদ কপিটি বাংলায় ভাষান্তর কর :
৬. নিচের X1, X2, ও X3 সংবাদ কপিগুলো মিলিয়ে একটি সংমিশ্র প্রতিবেদন তৈরি কর।
৭. সংযুক্ত Y চিহ্নিত সংবাদ কপিটি সম্পাদনা কর এবং উত্তরপত্রের সাথে গেঁথে দাও । সম্পাদিত কপির সরবো্চ্চ শব্দ সংখ্যা ৩০০
পত্র নাম্বার : সিএজে – ৫০৫
পত্র শিরোনাম : উচ্চতম ডেক্সটপ পাবলিশিং
পূর্ণমান : ২৫
সময় : ৩ ঘন্টা
২. তৈরিকৃত শিডিউল অনুযায়ী দৈনিকর প্রথম পৃষ্ঠার জন্য কম্পিউটারে একটি পৃষ্ঠাসজ্জা তৈরি কর ।তোমার আইডি নম্বর ফাইল নাম হিসেবে ব্যবহার করে ফাইলটি সেভ কর ।বাম পাশের ইয়ার প্যানেলে তোমার রোল নম্বর লিখ ।
পৃষ্ঠাসজ্জার জন্য নির্দেশনাবলী
বিজ্ঞাপন : ২ টি আকৃতি (ক) ৭”*৩ কলাম (খ) ৫”*৩ কলাম
ছবি : ২ টি (ক) ৬”*৪ কলাম (খ) ৬”*২ কলাম
পত্র নাম্বার : সিএজে – ৫০৬
পত্র শিরোনাম : বিজ্ঞাপনকলা
পূর্ণমান : ৫০
সময় : ৩ ঘন্টা
ক বিভাগ হতে যে কোন দুইটি এবং খ বিভাগ হতে সকল প্রশ্নের উত্তর দাও ।
ক বিভাগ (৭.৫*২=১৫)
ররর২. বিজ্ঞাপনে প্রতারণা বলতে কি বোঝ ?বাংলাদেশি টিভি বিজ্ঞাপনে ব্যবহৃত বিভিন্ন ধরণের প্রতারণা উদাহরণসহ লিখ ।
৩. বিজ্ঞাপনে তুমি কোন পণ্য বা সেবা বিক্রি কর না ,বিক্রি কর ধারণা – ব্যাখ্যা কর ।
৪.বিজ্ঞাপনের বিভিন্ন উপাদান সংক্ষেপে আলোচনা কর ।বিজ্ঞাপনের শিরোনাম ও শ্লোগানের পার্থক্য লিখ ।
খ বিভাগ (৩০)
৫. লিপিলিখনের নীতিমালা ও বিজ্ঞাপনের কৌশল অনুসরণ করে নিচের যে কোন একটি বিষয়ের উপর মুদ্রণ মাধ্যমের জন্য বিজ্ঞাপন তৈরি কর ।
ক. পর্যটক রিসোর্ট
খ. খাবার পানি
গ. অনলাইন নিউজ পোর্টাল
অঙ্গরূপায়ণ ও লিপিলিখনের পরিমিতি হবে নিম্নরূপ:
…….
বিশেষ নির্দেশনাবলী
৬. নিচের যে কোন একটি বিষয়ের উপর সর্বোচ্চ ৪০শব্দে পোস্টার লিখ
ক. পরিবেশ আন্দোলন
খ. জনসংখ্যা নিয়ন্ত্রণ
গ. ঘড়ি
পত্র নাম্বার : সিএজে – ৫১২
পত্র শিরোনাম : জনসংযোগ
পূর্ণমান : ৫০
সময় : ৩ ঘন্টা
ক বিভাগ হতে যে কোন দুইটি এবং খ বিভাগ হতে যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও ।
ক বিভাগ (১২.৫*২=২৫)
No comments