জবক্তৃতার ভাষা ও শৈলী । Language and Style of Public Specking
জবক্তৃতার ভাষা ও শৈলী Language and Style of Public Specking
ভাষার দুইটি প্রচলিত রীতি আছে । ১. কথ্য এবং ২. লেখ্য । বক্তৃতার ক্ষেত্রে কথ্য রীতি ব্যবহৃত হলেও এর প্রস্তুতি হিসেবে বক্তৃতাটি তৈরির সময় লেখ্য রীতির ব্যবহার ঘটতে পারে । এজন্য সচেতন হতে হবে ।নিচে বক্তৃতার ভাষা ও শৈলী বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো ।
১. শব্দ বাছাই :
শব্দ বাছাই বক্তৃতার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় । বক্তৃতায় যে সব শব্দ ব্যবহার করা হবে তা অবশ্যই স্পষ্ট হতে হবে, অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করা যাবে না । এজন্য শব্দ ব্যবহারে মিতব্যয়ী হওয়া জরুরি ।
বক্তৃতাটি অত্যন্ত সুন্দর বিস্তারিত হতে হবে এতে বিষয়টির পূর্ণ প্রতিবেদন থাকবে । বক্তব্যের জন্য নির্দিষ্ট অভিধান ও সংখ্যা ব্যবহার করা জরুরি । যেমন- ‘কার’ শব্দের বদলে ব্যান্ডের নাম যেমন-টয়োটা বা নিশান বলা । আবার ’কর দিতে হয় এমন বেতন পাই না’ না বলে বছরে ২ লাখ টাকা বেতন পাই না বলা ।
বক্তৃতায় পরিচিত ও ছোট পদ ও শব্দ ব্যবহার করতে হবে । অপরিচিত শব্দ এবং লম্বা পদ বা শব্দ শ্রোতার বোধগম্য নাও হতে পারে ।
মূল ভাবের পুনরাবৃত্তি করা , বক্তব্যের পুনর্বিবরন দেয়া এবং কিছুক্ষণ পরপর সারাংশ বলতে হবে ।
বক্তব্যের বাক্য গঠনে সচেতন হতে হবে । ছোট বাক্য এবং সরাসরি(Active) বক্তব্য প্রদান করতে হবে । বক্তব্যের প্রতি সক্রিয় থাকতে হবে । এমন ইতিবাচক ভাবে বক্তব্য প্রদান করতে হবে ।
২. জীবন্ত :
বক্তব্যকে এমন ভাবে উপস্থাপন করতে হবে যেন শ্রোতার নিকট বক্তব্যটি জীবন্ত হয়ে ফুটে উঠে । এজন্য বক্তব্যে সব সময় সকর্ম ক্রিয়ার ব্যবহার করতে হবে এবং ভাব বাচ্য পরিহার করতে হবে ।বক্তব্যের বিষয় সংক্রান্ত বিভিন্ন উপাত্ত তুলে ধরতে হবে । বক্তব্যে পরিসংখ্যানের ব্যবহার থাকবে এবং তার পুনরাবৃত্তি করতে হবে । বক্তব্য এমন হওয়া উচিত যেন তা দর্শকশ্রোতা অনুভব করেন , দেখেন এবং সর্বোপরি শোনেন ।
৩. সঠিকতা :
বক্তব্যে সঠিকতা গুরুত্বপূর্ণ বিষয় । উপলক্ষ , শ্রোতা এবং বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ করে বক্তৃতা প্রদান করতে হবে । বক্তৃতা অনানুষ্টানিক হলেও উপস্থাপন আনুষ্ঠানিক হলে ভালো । এক্ষেত্রে লিখিত বক্তব্য এড়ানো উচিত । বক্তব্যে অপরিচিত শব্দ ও জার্গন এড়িয়ে চলতে হবে । বক্তব্য দ্বারা কাউকে ক্ষেপানো ও অকথ্য ভাষার ব্যবহার ,বকা ঝকার করা যাবে না ।
৪. ব্যক্তির যুক্ততা :
বক্তৃতা এমন হবে যেখানে বক্তা শ্রোতা উভয়ই যুক্ত হবে । ’প্রিয় শ্রোতা ’, ’ভায়েরা আমার’ বা ’আমি বলছি’ এরকম বলতে হবে । ’কেউ কেউ বলেন’ , ‘অনেকে বলেন’ , ’উনি নাকি ‘ , এসব বলা যাবে না । দর্শকদের যুক্ত করার জন্য বক্তব্যের মাঝে দর্শক শ্রোতাদের প্রশ্ন করতে হবে । আপনারা শুনে আনন্দিত হবেন , এরকম বলতে হবে । সকলে জেনে আনন্দিত হবেন , বলা যাবে না ।
৫. গতিময়তা :
গতিময়তা আনার জন্য কিছু কৌশল ব্যবহার করা যায় । যেমন- ’আমরা অনেক কিছু করতে পারি ’ বলা, ’অনেক কিছু করার আছে’ এরকম না বলা ।
আমি শেয়ার বাজার বুঝি না - এরকম না বলা ।
কোন কিছু অজানা থাকলে বা ভুলে গেলে তা এড়িয়ে যেতে হবে ।
লেখক : শিক্ষার্থী,৪র্থ বর্ষ (২৪ তম ব্যাচ)
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
No comments