MSS Exam Questions 2018 | Department of communication and Journalism | University of Chittagong

MSS Exam Questions 2018

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (University of Chittagong)

এম. এস.এস পরীক্ষা ২০১৮ (M.S.S Examination 2018)

বিষয় : যোগাযোগ ও সাংবাদিকতা (Subject : Communication and Journalism)

পত্র নং : সিএজে ৫০১ (Course No : CAJ 501)

পত্র শিরোনাম :গণমাধ্যম ও যোগাযোগ অধ্যয়ন তত্ত্বাবলী

পূর্ণমান : ৭৫ সময় : ৪ ঘণ্টা Full marks : 75 Time : 4 Hours

‘ক’ বিভাগ থেকে যেকোন তিনটি এবং ‘খ’ বিভাগ থেকে যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।ডান পাশের সংখ্যা প্রশ্নের মান জ্ঞাপক।

(Answer any Three from section ‘Ka’ and any Five from section ‘Kha’ figures on the right margin indicate the value of the question)

‘ক’ বিভাগ ( Section ‘Ka’)

১.যোগাযোগ তত্ত্ব কী?যোগাযোগ তত্ত্বকে বিচ্ছিন্নভাবে দেখার অবকাশ নেই ; যোগাযোগ তত্ত্ব মূলত ভিন্ন ভিন্ন জ্ঞান শাখার সমাহার – ব্যাখ্যা কর। ১৫

(1.What is communication theory? Communication theory cannot be viewed in isolation ; communication theory is mainly a blend of different branches of knowledge – explain) 15

২)গণমাধ্যম প্রায়শ ক্ষমতা-প্রভাবশালীদের এজেন্ডা বাস্তবায়ন করে; জন ওয়েস্টার গার্ড এর ক্ষমতা, শ্রেণী ও গণমাধ্যম তত্ত্বানুসারে এ বক্তব্য বিশ্লেষণ কর। ১৫

(2.Mass media typically adulate the agenda of power influential – explain this statement following the discourse of the relations among power, class and media after John Westergaard.) 15

৩)রাজনৈতিক অর্থনীতি, নেটওয়ার্ক সমাজ ও প্রযুক্তির সামাজিক বিনির্মাণ প্রসঙ্গে ম্যানুয়াল ক্যাস্টেলস- এর বক্তব্যের পক্ষে-বিপক্ষে যথাযথ যুক্তি দাও। ১৫

(3.Provide adequate arguments infavour and against the standpoint on relations among political economy, network society and social construction of technologies after Manuel Castells.) 15

৪)’সামাজিক বিনিময় তত্ত্ব’ বলতে তুমি কী বুঝ? এ তত্ত্বের মূল বিষয়গুলো অালোচনা কর। ১৫

(4.What do you understand by ‘Social Exchange Theory’? Discuss its core concepts) 15

৫)সামাজিক সম্পর্ক কীভাবে গভীরতর হতে পারে?’সামাজিক অনুপ্রবেশ তত্ত্ব’-এর অালোকে সামাজিক সম্পর্কের ধাপসমূহ অালোচনা কর।১৫

(5.How can social relationship be deeper? Discuss the stages of social relationship on the basis of ‘Social Penetration Theory’.) 15

‘খ’ বিভাগ ( Section ‘Kha’) নিচের বিষয় সংক্ষেপে লেখ

( Write in brief on the following topics)

৬)নিকোলাই কনড্রাটিয়েভ-এর দীর্ঘ ঢেউ তত্ত্ব। ৬

(6.The Long Wave Theory of Nikolai Kndratiev) 6

৭)যোগাযোগের রাজনৈতিক অর্থনীতির মৌল ক্ষেত্রসমূহ। ৬

(7.Fundamental areas of the political economy of communication) 6

৮)কুক্ষিগত করার সামাজিক কাঠামো সম্পর্ক মার্কস। ৬

(8.Markx on social structure of accumulation) 6

৯)সামাজিক শিক্ষণ তত্ত্ব। ৬

(9.Theory of Social Learning) 6

১০)গণমাধ্যম ও মার্শাল ম্যাকলুহান। ৬

(Mass Media and Marshall McLuhan) 6

১১)জনপ্রিয় সংস্কৃতি। ৬

(11.Popular Culture) 6

১২)অালোচ্যসূচি নির্ধারণ তত্ত্ব। ৬

(Agenda-setting Theory) 6

১৩)গণমাধ্যম নির্ভরতা তত্ত্ব। ৬

(13.Mass Media Dependency Theory) 6

MSS Exam Questions

MSS Exam Questions

পত্র নং : সিএজে ৫০২ (Course No : CAJ 502)

পত্র শিরোনাম : যোগাযোগ নীতি ও পরিকল্পনা Course Title : Communication Policy and Planning

পূর্ণমান : ৭৫ সময় : ৪ ঘণ্টা Full marks : 75 Time : 4 Hours

‘ক’ বিভাগ থেকে যেকোন তিনটি এবং ‘খ’ বিভাগ থেকে যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।ডান পাশের সংখ্যা প্রশ্নের মান জ্ঞাপক।

(Answer any Three from section ‘Ka’ and any Five from section ‘Kha’ figures on the right margin indicate the value of the question)

‘ক’ বিভাগ ( Section ‘Ka’)

১)বাংলাদেশের যোগাযোগ নীতির বিকাশে কী কী বিষয় নির্ণায়ক হিসেবে কাজ করছে? স্বাধীনতা- উত্তর বাংলাদেশে যোগাযোগ নীতি বিকাশের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধর। ১৫ (1.What are the issues that determine the development of communication policy in Bangladesh?Portray brief history of the development of communication policy of post- independent Bangladesh.) 15

২)কনভারজেন্স পরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রের যোগাযোগ নীতি সম্পর্কে তোমার ধারণা বিশ্লেষণ কর। ১৫

(2.Analyze your idea on communication policy after convergence in the USA.) 15

৩)চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনলাইন সংবাদ পোর্টাল ‘পরিসর’- এর জন্য উপযুক্ত যোগাযোগ নীতিমালা কেমন হওয়া উচিত? অালোচনা কর। ১৫

(3.What should be the suitable communication policy for online news portal ‘Porisor’ of the Department of Communication and Journalism under the University of Chittagong? Discuss.) 15

৪)পরিকল্পনার সাথে সোয়ট বিশ্লেষণের সম্পর্ক কী?’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পর্যটন সম্ভাবনা’ বিষয়ে একটি সোয়ট বিশ্লেষণ প্রস্তুত কর। ১৫

(4.What is the relation of SWOT analysis with planning? Prepare a SWOT analysis on ‘Tourism Prospects at Chittagong University’.) 15

৫)এই কোর্সের অধীনে তোমার সম্পাদিত যোগাযোগ পরিকল্পনাটি সংক্ষেপে উপস্থাপন কর।এই যোগাযোগ পরিকল্পনা বাস্তবায়নে তোমার সুপারিশ তুলে ধর। ১৫

(5.Briefly present your communication plan prepared under this course. Point out your recommendations for implementing this communication plan.) 15

‘খ’ বিভাগ ( Section ‘Kha’)

নিচের বিষয়ে সংক্ষেপে লিখ (Write in brief on the following topics)

৬)সামাজিক মাধ্যম নীতিমালা। ৬

(6.Social Media Policy.) 6

৭)কমিউনিটি রেডিও নীতিমালা ২০১৭। ৬

(Community Radio Policy 2017.) 6

৮)স্ক্যানডিনেভিয়ান স্কুল অব ব্রাসেলস : যোগাযোগ নীতি ও কৌশল। ৬ (8.Scandinavian School of Brussels : Communication Policy and Strategy.) 6

৯)জাতীয় যোগাযোগ নীতির উপাদানসমূহ।৬

(9.Elements of national communication policy.) 6

১০)পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ। ৬

(10.Traits of planning.) 6

১১)যোগাযোগ পরিকল্পনা পদ্ধতি। ৬

(11.Methods of communcation planning.) 6

১২)উলম্ব, অানুভূমিক ও চক্রীয় যোগাযোগ পরিকল্পনা। ৬

(12.Vertical, horizontal and cycle communication planning.) 6

১৩)যোগাযোগ পরিকল্পনার দৃষ্টিভঙ্গিসমূহ। ৬

(13. Approaches to communication planning.) 6

Learn More……. MSS Exam Questions 2019

পত্র নং : সিএজে ৫০৩ (Course No : CAJ 503)

পত্র শিরোনাম : উচ্চতর রিপোর্টিং Course Title :Advanced Reporting

পূর্ণমান : ৭৫ সময় : ৪ ঘণ্টা Full marks : 75 Time : 4 Hours

১ থেকে ৫ নং প্রশ্নের মধ্যে যেকোন তিনটি প্রশ্নের উত্তর দাও এবং ৬, ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দেয়া বাধ্যতামূলক।ডান পাশের সংখ্যা প্রশ্নের মান জ্ঞাপক।

(Answer any THREE from question no. 1 to 5 and answers of question no 6, 7 and 8 are obligatory. Figures in the right margin indicate the value of the questions.

১)দেশে দুর্নীতি প্রতিরোধে অনুসন্ধানী সাংবাদিকতার ভূমিকা অালোচনা কর।বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতার ঝুঁকিসমূহ উল্লেখ কর। ১০

(1.Discuss the role of investigative journalism in combating corruption in the country. Mention the risks of investigative journalism in Bangladesh.)10

২)কীভাবে একটি ভালো ব্যবসায়িক প্রতিবেদন করা যায়?বাংলাদেশে ব্যবসায়িক প্রতিবেদনের মূল উৎসগুলো চিহ্নিত কর। ১০

(2.What makes a good business story? Identify the major sources of business story in Bangladesh.) 10

৩)নির্বাচন সংবাদ সংগ্রহের ক্ষেত্রে কেন গণমাধ্যমকে সাবধানতা অবলম্বন করতে হয়? নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচনোত্তর সংবাদ পরিবেশনের ক্ষেত্রে একজন সাংবাদিককে কোন বিষয়গুলো বিশেষভাবে তুলে ধরতে হয়? ১০

(3.Why should the media be cautious in covering election news? Which matter should be focused by a journalist in the pre-election, election and post-election news coverage?) 10

৪)অপরাধ সংঘটনের সমাজতাত্ত্বিক কারণ জানা থাকলেই কেবল একজন অপরাধবিষয়ক প্রতিবেদক অপরাধ নির্মূলে যথার্থ ভূমিকা পালন করতে পারে- তুমি কি একমত? অালোচনা কর।১০

(4.A crime reporter could play an effective role in eradicating crime, if s/he knows the sociological causes of crime- do you agree? Discuss.) 10

৫)বাংলাদেশের গণমাধ্যমে কৃষি সাংবাদিকতার প্রবণতা সম্পর্কে অালেচনা কর।কৃষি প্রতিবেদনের ভাষা কেমন হওয়া উচিত বলে তুমি মনে কর? ১০

(5.Discuss the trend of agricultural journalism in Bangladesh media. What should be the language of agricultural reporting in your view?) 10

৬)নিচের যেকোন একটি বিষয়ে ব্যাখ্যামূলক প্রতিবেদন লেখ।১৫

(6.Write an interpretative report on any of the following.) 15

ক)বাংলাদেশে সড়ক নিরাপত্তা

(Road safety in Bangladesh)

খ)নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলা

(Terror attack in New Zealand mosque)

গ)জিএম খাদ্য ও বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ

(GM Food and future of agriculture in Bangladesh)

৭)নিচের তথ্য অনুসারে বাংলায় একটি প্রতিবেদন তৈরি কর।১৫

(7.Write a report in Bangla on the basis of the following information.) 15

৮)নিচের তথ্য অনুসারে ইংরেজীতে একটি প্রতিবেদন লেখ।১৫

(8.Write a report in English on the basis of the following information.) 15

MSS Exam Questions 2018
Course No : CAJ 504
(কোর্স নং : সিএজে ৫০৪)
Course Title : Advanced Editing
(পত্র শিরোনাম : উচ্চতর সম্পাদনা)
Full Marks : 50, Time : 3 Hours
(পূর্ণমান :৫০, সময় : ৩ ঘণ্টা)
Answer any TWO from question no.1 to 4 and answer of question no 5, 6 and 7 are obligatory. Figures in the right margin indicate the value of the questions.
(১ থেকে ৪ নং প্রশ্নের যেকোন দুইটি প্রশ্নের উত্তর দাও এবং ৫,৬ এবং ৭ নং প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক।ডান পাশের সংখ্যা প্রশ্নের মান জ্ঞাপক।)


1.What techniques does the sub-editor apply to make a faulty news copy readable and understandable? Discuss with examples 10
(একটি ত্রুটিপূর্ণ সংবাদ কপি পাঠযোগ্য ও বোধগম্য করতে সহ-সম্পাদক কী কলাকৌশল প্রয়োগ করেন?উদাহরণসহ অালোচনা কর।) ১০


2.Discuss the types of contemporary newspaper page make up. What type of page make up is the best you think being a page make up editor? Why? 10
(সংবাদপত্রের সমকালীন পৃষ্ঠাসজ্জার ধরণগুলো অালোচনা কর।একজন পৃষ্ঠাসজ্জা সম্পাদক হিসেবে তোমার কাছে পৃষ্ঠাসজ্জার কোন ধরণটি সেরা?কেন?) ১০


3.Analyze the philosophical principles in respect to moral standards. Discuss the ‘Potter Box’ model that is useful in moral reasoning while making decisions in journalism practices. 10
(নৈতিকতার মানদন্ড সম্পর্কিত দার্শনিক মূলসূত্রসমূহ বিশ্লেষণ কর।সাংবাদিকতায় নৈতিকতাজনিত সিদ্ধান্ত গ্রহণের জন্য যুক্তিবিন্যাসে সহায়ক ‘পটার বক্স’ মডেল অালোচনা কর।) ১০


4.Write in brief on any THREE of the following : 10

(নিচের যেকোন তিনটি বিষয়ে সংক্ষেপে লিখ
X3)

A.Theories of story selection
(সংবাদ নির্বাচনের তত্ত্বাবলী)
B.Various typefaces
(বিভিন্ন অাঙ্গিকের মুদ্রাক্ষর)
C. ‘Key-Subject Blocks’ structure of news writing
(সংবাদ লিখনের ‘কী-সাবজেক্ট ব্লকস’ কাঠামো)
D.Old and new methods of assessing taste
(পাঠক অভিরুচি যাচাইয়ের নতুন-পুরাতন পদ্ধতি)
E. Composit story
(সংমিশ্র প্রতিবেদন)
5.Translate the following news copy into Bangla : 10
(নিচের সংবাদ কপিটি বাংলায় ভাষান্তর কর) ১০

6.Write a composit story on the basis of the following news copy marked X1, X2 and X3…. 10
( নিচের X1, X2 এবল X3 সংবাদ কপিগুলে মিলিয়ে একটি সংমিশ্র প্রতিবেদন তৈরি কর) ১০

7. Edit the enclosed ‘Y’ marked copy and attached it with your answer script. Maximum number of words of the edited copy is 300. 10

(সংযুক্ত ‘Y’ চিহ্নিত সংবাদ কপিটি সম্পাদনা কর এবং উত্তরপত্রের সাথে গেঁথে দাও।সম্পাদিত কপির সর্বোচ্চ সংখ্যা ৩০০।) ১০


MSS Exam Questions 2018

পত্র নং : সিএজে ৫০৫ (Course No : CAJ 505)

পত্র শিরোনাম : উচ্চতর মাল্টিমিডিয়া পাবলিশিং (Course Title : Advanced Multimedia Publishing)

পূর্ণমান : ২৫ সময় : ৩ ঘণ্টা Full marks : 25 Time : 3 Hours

(উভয় প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক।ডান পাশের সংখ্যা প্রশ্নের মান জ্ঞাপক।) Answer of both questions are obligatory.Figures in the right margin indicate the value of the questions.

১)প্রদত্ত সংবাদের কপিগুলো থেকে একটি জাতীয় দৈনিকের প্রথম পৃষ্ঠার জন্য শিডিউল তৈরি কর ও তা উত্তরপত্রে লিখ। ৫

(Prepare a schedule for the first page of a national daily from the provided news items and write it in answer script) 5

২)তৈরিকৃত শিডিউল অনুযায়ী দৈনিকটির প্রথম পাতার জন্য কম্পিউটারে একটি পৃষ্ঠাসজ্জা তৈরি কর। প্রদত্ত সংবাদ বিবরণীগুলোকে অাজকের বলে গণ্য কর।পৃষ্ঠাসজ্জা করার পর ফাইলটি ‘সেভ’ কর।তোমার পরীক্ষার রোল নম্বরটিকে ফাইল নাম হিসেবে ব্যবহার কর।

পৃষ্ঠাসজ্জার জন্য নির্দেশাবলি : বিজ্ঞাপন- দুইটি : অাকার (ক) ৬ ইঞ্চি x ৪ কলাম ; (খ) ৫ ইঞ্চি x ৩ কলাম ছবি- দুইটি : অাকার (ক) ৫ ইঞ্চি x ৩ কলাম ; (খ) ৪ ইঞ্চি x ৩ কলাম (Prepare a page make-up in computer for the first page of the daily according to the prepared schedule.) Treat the provided news items as today s . ‘Save’ the file of page make-up.Use your examination I.D. as file name. Instructions for the page make-up: Advertisement- Two : Size (a) 6 inch x 4 columns ; (b) 5 inch x 3 columns Pictures -Two : Size (a) 5 inch x 3 columns ; (b) 4 inch x 3 columns

MSS Exam Questions 2018

পত্র নং : সিএজে ৫১০ (Course No : CAJ 510)

পত্র শিরোনাম : বিজ্ঞাপনকলা Course Title :Advertising

পূর্ণমান : ৫০ সময় : ৩ ঘণ্টা Full marks : 50 Time : 3 Hours

‘ক’ বিভাগ থেকে যেকোন দুইটি এবং ‘খ’ বিভাগের সব প্রশ্নের উত্তর দান বাধ্যতামূলক।ডান পাশের সংখ্যা প্রশ্নের মান জ্ঞাপক। ‘ক’ বিভাগ

১)বিজ্ঞাপনে প্রতারণা বলতে কী বুঝ?বাংলাদেশী টিভি বিজ্ঞাপনে ব্যবহৃত বিভিন্ন ধরণের প্রতারণা উদাহরণসহ অালোচনা কর। ৭.৫

২)অঙ্গরূপায়ণ একটি বিজ্ঞাপনের প্রাণ সঞ্চার করে- তুমি কি এই বক্তব্যের সাথে একমত? অালচনা কর। ৭.৫

৩)শ্লোগান কী? বিজ্ঞাপনে কেন শ্লোগান ব্যবহার করা হয়?একটি অাকর্ষণীয় শ্লোগান তুমি কীভাবে লিখবে?বিজ্ঞাপনের শিরোনাম ও শ্লোগানের মধ্যে পার্থক্যগুলো চিহ্নিত কর। ৭.৫
MSS Exam Questions 2018

৪)নিচের যেকোন তিনটি বিষয়ে সংক্ষেপে লিখ।৭.৫

ক)পরিবহন বিজ্ঞাপন

খ)বিজ্ঞাপনের উপাদান

গ)বিজ্ঞাপনে রঙের ব্যবহার

ঘ)অাইডা মডেল

ঙ)ড্রিপ মডেল

‘খ’ বিভাগ

৫)লিপি লিখনের নীতিমালা ও বিজ্ঞাপনকলার কৌশল অনুসরণ করে নিচের যেকোন একটি বিষয়ের উপর মুদ্রণ মাধ্যমের জন্য বিজ্ঞাপন তৈরি কর। ২০

ক)গুঁড়া সাবান

খ)পর্যটন কোম্পানী

গ)কার লোন

অঙ্গরূপায়ণ ও লিপি লিখনের পরিমিতি হবে নিম্নরূপ :

ক) অায়তন : ২.২” x ১৪.৫” খ)চিত্র তিনটি : ৫” x ৯”, ৪.৫” x ৪.৫”, ৪” x৪” গ)শিরোনামের সর্বোচ্চ শব্দ সংখ্যা : ৮ ঘ)শ্লোগানের সর্বোচ্চ শব্দ সংখ্যা : ৬ ঙ) মূললিপির জন্য সর্বোচ্চ শব্দ সংখ্যা : ৮০

বিশেষ নির্দেশাবলী :

ক) বিজ্ঞাপনদাতার নাম ও ঠিকানা (যদি থাকে) দাও খ)শিরোনাম লাল বর্ণে লিখতে হবে গ)শ্লোগান নীল বর্ণে লিখতে হবে ঘ)মূললিপি ও নাম কালে বর্ণে লিখতে হবে ঙ)চিত্রণক্ষেত্রে নীল বর্ণে কোনাকুনি রেখা দাও। ৬)নিচের যেকোন একটি বিষয়ের উপর সর্বোচ্চ ৪০ শব্দে পোস্টার তৈরি কর। ১৫ ক)শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট খ)পরিবেশ দূষণ রোধে সচেতনতা গ)রক্তদান কর্মসূচি।
MSS Exam Questions 2018



পত্র নং : সিএজে ৫১৭ (Course No : CAJ 517)

পত্র শিরোনাম : অনলাইন সাংবাদিকতা Course Title :Online Journalism

পূর্ণমান : ৫০ সময় : ৩ ঘণ্টা Full marks : 50 Time : 3 Hours

১ হতে ৪ নং প্রশ্নের মধ্যে যেকোন দুইটি এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তরদান বাধ্যতামূলক। ডান পাশের সংখ্যা প্রশ্নের মান জ্ঞাপক। (Answer any Two from question no. 1 to 4 and and answer the questions 5 and 6 are obligatory. Figures on the right margin indicate the value of the question.)

১. (ক) কোন কোন বৈশিষ্ট্য অনলাইন সাংবাদিকতাকে প্রিন্ট ও টেলিভিশন সাংবাদিকতা থেকে অালাদা করে?উদাহরণসহ অালোচনা কর। ৭.৫

(a)What makes online platform different from print and television media? Discuss with examples. 7.5

(খ)বিভিন্ন ধরণের অনলাইন সংবাদ কাঠামো উদাহরণসহ অালোচনা কর। ৭.৫ (b)Discuss various types of online news structures with examples. 7.5 ২.

(ক) একটি অাদর্শ অনলাইন সংবাদ মাধ্যম ডিজাইনের জন্য কোন বিষয়গুলো মনে রাখা জরুরী? ৭.৫

(a) What are the important factors needed to keep in mind while designing an online news media? 7.5

(খ) অনলাইন সংবাদ মাধ্যমের মূল রাজস্ব অায়ের খাত কী কী? ৭.৫

(b)What are the main sources of revenue in online news media? 7.5

৩. (ক) মনে কর, তুমি তোমার প্রতিষ্ঠানের ফেসবুক পেজের পোস্টে একটি সংবাদ অাপলোড করেছ।পরে তুমি খেয়াল করলে যে, এর শিরোনামে ভুল হয়ে গেছে।তোমার পেজের অনুসরণকারীরা ইতোমধ্যে ওই পোস্ট নিয়ে মন্তব্য করা শুরু করে দিয়েছে।তখন তুমি কী করবে? অনলাইন সংবাদ লেখার ক্ষেত্রে স্বচ্ছতা, দৃশ্যমানতা, সময়োপযোগিতা ও পাঠক সম্পৃক্ততার কথা বিবেচনায় রেখে তোমার বক্তব্য দাও। ৭.৫

(a) Suppose, you uploaded a news story in a post on your organization’s facebook page. But now you realized that the headline of that story is wrong. Your followers have started giving comments on the post. What do you do? Present your statement considering the terms of transparency, visibility, timeliness and engagement of writing online news. 7.5

(খ)ইন্টারনেট কীভাবে সাংবাদিকের কাজকে সহজ করে তোলে? ব্রেকিং সংবাদের জন্য মানুষ কীভাবে ইন্টারনেট প্রযুক্তির দিকে ঝুঁকছে?

(b) How Internet makes journalists work easier? How people are turning to the Internet technology for breaking news? 7.5

৪. নিচের যেকোন তিনটি বিষয়ে সংক্ষেপে লিখ। ১৫

(4. Write in brief on any THREE of the following.) 15

(ক) সাইবার সাংবাদিকতায় নৈতিকতা

(Ethical issue in cyber journalism)

(খ)সাংবাদিকতায় কনভারজেন্ট ধারণার উত্থান

(Emergence of convergent form of journalism)

(গ)সাইবার পরিসরের বিতর্কিত বিষয়

(Controversial issues of cyberspace)

(ঘ)লিনিয়ার ও ননলিনিয়ার মিডিয়া

(Linear and Nonlinear media)

(ঙ)অনলাইন সাংবাদিকতায় অালাপী ঢং

(Storytelling method in online journalism)

৫. নিচের তথ্যের ভিত্তিতে ইংরেজীতে একটি অনলাইন সংবাদ লেখ। ৬

(5. Write an online story in English on the basis of the following information.) 6

৬. নিচের তথ্যের ভিত্তিতে টেলিভিশন ও অনলাইনের জন্য পৃথক পৃথক প্রতিবেদন তৈরি কর। ৭+৭ = ১৪

(6. Write separate reports for television and online on the basis of the following information.) 7+7 = 14 mss exam questions

পত্র নং : সিএজে ৫২২ (Course No : CAJ 522)

পত্র শিরোনাম : জনসংযোগ Course Title :Public Relations

পূর্ণমান : ৫০ সময় : ৩ ঘণ্টা Full marks : 50 Time : 3 Hours
MSS Exam Questions 2018

‘ক’ বিভাগ থেকে যেকোন দুইটি এবং ‘খ’ বিভাগ থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ডান পাশের সংখ্যা প্রশ্নের মান জ্ঞাপক।

(Answer any TWO from section ‘Ka’ and FIVE from section ‘Kha’. Figures on the right margin indicate the value of the question.) ‘ক’ বিভাগ (Section ‘Ka’)

১)জনসংযোগ বলতে কী বুঝ?একবিংশ শতাব্দীর প্রাযুক্তিক বিশ্বে জনসংযোগ পেশার গুরুত্ব অতীতের চেয়ে কম নয়, বরং বেশি।জনসংযোগের ইতিহাস তুলে ধরে বিষয়টি বিশ্লেষণ কর। ১২.৫

(1.What do you understand by public relations? The importance of public relations profession is not less rather in the technological world of 21st century, it is more than the past. Analyze the topic by bringing forward the history of public relations.) 12.5

২)জনসংযোগে নৈতিকতা গুরুত্বপূর্ণ কেন?বিভিন্ন জনসংযোগ সংঘ কর্তৃক প্রণীত ‘জনসংযোগ অাচরণবিধি’তে উল্লেখিত নৈতিক মূল্যবোধগুলো অালোচনা কর। ১২.৫ (2.Why is ethics important in public relations? Discuss the ethical values mentioned in the ‘Code of Conduct’ formulated by different public relations associations.) 12.5

৩)জনসংযোগ ও বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য কী? বিপণন ও জনসংযোগের সম্পর্কসমূহ ফিলিপ কাটলারের বক্তব্যের অালোকে ব্যাখ্যা কর। ১২.৫

(3.What are the differences between public relations and advertising? Explain the relationships between marketing and public relations discussed by Philip Kotler.) 12.5

৪)জেমস ই. গ্রুনিগ উল্লেখিত জনসংযোগের শ্রেণীগত ১০ টি মূলনীতি অালোচনা কর। ১২.৫

(4.Discuss the ten generic principles of public relations mentioned by James E. Grunig.) 12.5

‘খ’ বিভাগ (Section ‘Kha’)

নিচের বিষয়ে সংক্ষেপে লেখ

( Write in brief on the following topics)

৫)জনসংযোগ ও সাংবাদিকতা। ৫

(5. Public relations and journalism.) 5

৬)প্রেস এজেন্ট্রি। ৫ (6. Press Agentry .) 5

৭)জনসংযোগ লেখার মূলনীতিসমূহ। ৫

(7.Principles of public relations writing.)

৮)জনসংযোগ ও সামাজিক মাধ্যম।৫

(8.Public relations and social media.) 5

৯)জনসংযোগ পেশাজীবীদের গুণাবলি।৫

(9.Qualities of public relations practitioners.) 5

১০)অভ্যন্তরীণ ও বহিঃস্থ জনগণ।৫

(10.Internal and external public .) 5

১১)জনসংযোগের ক্ষেত্রসমূহ।৫

(11.Areas of public relations.) 5

১২)জনসংযোগ প্রক্রিয়ায় পরিকল্পনা।৫

(12.Planning in public relations.) 5

MSS Exam Questions 2018

No comments

Powered by Blogger.