ফিচারের প্রকারভেদ । ফিচার কত প্রকার ও কী কী
ফিচারের প্রকারভেদ । ফিচার কত প্রকার ও কী কী
এই নিবন্ধে আমরা সাংবাদিকতায় ফিচার প্রতিবেদনের বিভিন্ন ধরন নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এগুলো হল-
১. সংবাদ ফিচার (News feature)
২.তথ্যসমৃদ্ধ ফিচার (Informative feature)
৩. ব্যক্তিত্ত্ব অঙ্কন (Personality Sketches)
৪. ব্যক্তিগত অভিজ্ঞতা প্রতিবেদন (Personal experience story)
৫. মানবিক আবেদনসমৃদ্ধ ফিচার (Human Interest Feature story)
৬. ঐতিহাসিক ফিচার (Historical feature)
৭. ব্যাখ্যামূলক ফিচার (Interpretative feature)
৮. জনপ্রিয় বিজ্ঞানভিত্তিক ফিচার (Popularized Scientific Feature)
১. সংবাদ ফিচার (News feature)
মানবিক আবেদন সমৃদ্ধ দৃষ্টিকোণ থেকে যে সকল তাৎক্ষনিক সংবাদ লেখা হয়ে থাকে তাদের সংবাদ ফিচার বলা হয়।
কিছু কিছু সময় প্রাত্যহিক বা সাধারণ প্রতিবেদনকেই আরও অনেক আকর্ষণীয় অথবা সংবাদমূল্য সম্পন্ন করে লেখা যায়। যদি সেটিকে সাদামাটা ভাবে না লিখে আংশিক ফিচারের মত করে লেখা হয়। বৈশিষ্ট্যগত দিক থেকে বিস্তারিত ফিচার প্রতিবেদনের সাথে এর পার্থক্য এই যে, এইসব প্রতিবেদন অপেক্ষাকৃত নির্ধারিত সময় ধরে প্রকাশ করা হয়।
২. তথ্যসমৃদ্ধ ফিচার (Informative feature)
একজন কল্পকাহিনী লেখকের লেখার উপাদানগুলো সাধারণত এ ধরনের প্রতিবেদনে দেখা যায় না ৷ কারণ, বিনোদন দেওয়ার চেয়ে বেশী তথ্য দেওয়াই থাকে এসব ফিচারের মূল উদ্দেশ্য।
এটিকে বলা যেতে পারে তথাকথিত “নব্য সাংবাদিকতা”র সবচেয়ে নিকটবর্তী বিষয়।
এই ধরনের প্রতিবেদনের জন্য তথ্য সাধারনত বিভিন্ন সাক্ষাৎকার, লাইব্রেরী গবেষণা ও ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে নেওয়া হয়ে থাকে।
লেখার আকর্ষণ বাড়াতে, একজন ফিচার লেখক তার লেখায় মানবিক আবেদন সমৃদ্ধ উপাদান অন্তর্ভুক্ত করে থাকে। এই প্রক্রিয়ার সাফল্য নির্ভর করে তথ্যের নির্ভুলতা, লেখনী এবং উপস্থাপনের ধরনের উপর।
৩. ব্যক্তিত্ত্ব অঙ্কন (Personality Sketches)
পাঠকদের মধ্যে এধরনের ফিচার খুবই জনপ্রিয় যেহেতু মানুষ বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে জানার আগ্রহ পোষণ করে।
এইধরনের প্রতিবেদন সাধারণত তাদের নিয়েই লেখা হয় যারা কোন না কোনভাবে ঐতিহাসিক চরিত্র। তাই, তাদের সম্পর্কে মানুষের জানার আগ্রহও এমনকি তাদের মৃত্যুর পরেও থেকে যায়।
এ ধরনের লেখাকে বাস্তব রূপ দেওয়া সহজ কাজ নয়। কেননা, যে ব্যক্তির মধ্যে এইরূপ শৈল্পিক বৈশিষ্ট্যসমূহ থাকে তাকে লেখার মধ্য দিয়ে ফুটিয়ে তোলা খুবই কষ্টসাধ্য। এ ধরনের ব্যক্তিদের সম্পর্কে তথ্য সাধারণত তার কাছের বন্ধু, শিক্ষক, আত্মীয় ও সহকর্মীদের কাছ থেকে সংগ্রহ করা হয়।
ব্যক্তিত্ত্ব অঙ্কন ফিচার লেখার সময় অবশ্যই বহুল প্রচলিত লিখনশৈলীগুলো পরিহার করতে হবে যা প্রতিবেদনটিকে পাঠকের জন্য একঘেয়ে করে তুলতে পারে।
৪. ব্যক্তিগত অভিজ্ঞতা প্রতিবেদন (Personal experience story)
এই ধরনের প্রতিবেদনকে সাক্ষাৎকারের অন্য এক ধরনের রূপ বলা যেতে পারে। এর প্রতিপাদ্য হতে পারে হয় কোন অস্বাভাবিক অভিজ্ঞতা, অথবা কোন অসাধারণ অর্জনের কথা।
বিষয়টিকে যেন অতিরঞ্জিত করা না হয় সেদিকে লেখককে সতর্ক দৃষ্টি রাখতে হবে। বরং সাজানো তথ্যগুলোই যেন প্রতিবেদনের গল্পকে পাঠকের সামনে তুলে ধরে সেদিকে খেয়াল রাখতে হবে।
আরো জানুন…..ফিচার কি ? পত্রিকায় প্রকাশিত ফিচার সম্পর্কে কিছু কথা
৫. মানবিক আবেদনসমৃদ্ধ ফিচার (Human Interest Feature story)
মানবিক আবেদন থেকে অঙ্কিত ফিচারগুলোর রূপরেখা বেশীরভাগ সময় নেওয়া হয় হাস্যরসাত্মক ও বিব্রতকর ঘটনাবলী থেকে, আমরা দৈনন্দিন জীবনে সাধারণত যেগুলোর মুখোমুখি হয়ে থাকি।
সাধারণত, সাধারণ ঘটনা বা পরিস্থিতি থেকেই এ ধরনের ফিচার লেখা হয়ে থাকে। তবে অসাধারণ লেখনী বা গাঁথুনির কারণে পাঠকের অনুভূতিকে স্পর্শ করতে সক্ষম হয়।
তবে এটি অবশ্যই মনে রাখতে হবে যে, এই ধরনের রিপোর্ট অবশ্যই তাৎক্ষণিক ধরনের ঘটনাবলী থেকে প্রস্তুত করতে হবে।
এ ধরনের ঘটনার শুধুমাত্র সংবাদ মূল্য প্রায় শূন্য। হয়ত এই ধরনের রিপোর্টগুলো কখনও প্রকাশই হতো না যদি না এগুলোকে আকর্ষণীয় ও বিনোদনপূর্ণভাবে উপস্থাপন করা না যেতো।
সুতরাং, এ ধরনের প্রতিবেদন যতটা না জানায় তার চেয়ে বেশী বিনোদন দেয়। যেকোন কিছু নিয়েই এসব প্রতিবেদন লেখা যেতে পারে। যেমন: কারও আবাদস্থল, পোষা প্রাণী, কোন বিশেষ পশু/পাখি ইত্যাদি।
৬. ঐতিহাসিক ফিচার (Historical feature)
যদিও এই ধরনের প্রতিবেদনের মূল উপজীব্য অতীতের ঘটনা বা ব্যক্তিত্ত্ব, তবু বর্তমান সময়ের পাঠকদের কাছে কয়েকটি কারণে আকর্ষণীয় হয়ে থাকে:
১. সময়ের দাবী পূরণ করে
২. অভিনব হয়ে থাকে
৩. পুরনো ঘটনায় নতুন করে আলোকপাত করে
৪. পুরনো ভুল ধারণা ভ্রান্ত প্রমাণ করে
৫. পাঠকদের কাছে দৃশ্যাবলী জীবন্ত করে তুলে ধরে
৭. ব্যাখ্যামূলক ফিচার (Interpretative feature)
নির্দিষ্ট ধরনের সমস্যাবলীর ব্যাপারে জানায়, শেখায় ও নতুন করে আলোকপাত করে ব্যাখ্যামূলক ফিচার প্রতিবেদন।
নিম্নোক্ত বিষয়াবলী নিয়েই সাধারণত ব্যাখ্যামূলক ফিচার প্রতিবেদনে আলোচনা হয়ে থাকে-
১. সামাজিক সমস্যা
২. অর্থনৈতিক সমস্যা
৩. রাজনৈতিক সমস্যা
৪. প্রাত্যহিক জীবনের সমস্যাবলী
৮. জনপ্রিয় বিজ্ঞানভিত্তিক ফিচার (Popularized Scientific Feature)
জনপ্রিয় বিজ্ঞানভিত্তিক নিবন্ধগুলো, বৈজ্ঞানিক ও সাংবাদিকদের মধ্যে যে দূরত্ব কাজ করে তা নিরসনে কাজ করে এবং সহজবোধ্য ভাষায় নির্ভুল বৈজ্ঞানিক তথ্য মানুষের কাছে তুলে ধরে।
ফিচারের প্রকারভেদ
লেখক : শিক্ষার্থী
এমএমএস (২২ তম ব্যাচ)
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
No comments